পশু বুঝি হয়েছে মানুষ
মানুষ হয়েছে আজ পশু,
পশু করে মানুষের উপকার
মানুষ করে আজ মানুষের ক্ষতি!
এ-তো কয়লার চেয়েও কয়লা
জমছে হৃদয়ে ময়লা,
নিজ স্বার্থের জন্য
ঘটায় যত ঝামেলা।
হানাহানি, মারামারি, কাটাকাটি,
শান্তির সমাজকে নষ্ট করে,
অশান্তি সৃষ্টিকারী।
পশু বুঝি হয়েছে মানুষ
মানুষ হয়েছে আজ পশু!
আমি অধম তুমি উত্তম।
তোমরা শ্রেষ্ট আমি নিকৃষ্ট।
সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে,
না চিনিলাম আমার স্রষ্ঠাকে।
জমছে হৃদয়ে ময়লা,
এ-তো কয়লার চেয়েও কয়লা।
নিজ স্বার্থের জন্য
ঘটায় যত ঝামেলা।