আসো আমরা ধর্ম করি মানব ধর্ম
যে ধর্মে নাই কোনো দ্বিধাদ্বন্দ্ব,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
এক-কাতারে বসে গাই মানবতার গান।
আসো আমরা ধর্ম করি মানব ধর্ম
আঁকি ছবি মানবতার বিশ্ব জুড়ে
হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক মোদের হৃদয় হতে।
আসো আমরা ধর্ম করি মানব ধর্ম
যে ধর্মে নাই ধর্মের নামে মানুষ জবাই
যে ধর্মে নাই আগুনে পুড়িয়ে জিন্দা মানুষ হত্যা ভাই,
আসো আমরা সে ধর্ম করি মানব ধর্ম
যে ধর্মে একে অপরের বিপদে পাশে থাকা
সুখে দুখে জাত-ধর্ম ভুলে সকলে একসাথে বাঁচা।
তোমাদের এমন ধর্ম আমি মানি না ভাই
যে ধর্মে মানব সেবা নাই,
যে ধর্মে নাই মানুষকে ভালোবাসবার শিক্ষা
করি ঘৃণা তেমন ধর্মকে জানাই ধিক
মানুষ যদি বাঁচে ধর্ম রবে ঠিক।
গ্রন্থের চেয়ে মানুষ বড় বলে গেছে বহু জ্ঞানী গুণী,
আসো আমরা ধর্ম করি।