এই জগতে দুঃখ নিতে পাশে কেউ বসে না,
ভুল করেও কেউ কাছে তো আসে না।
দুঃখ নিয়েন না বস, দুঃখ নিয়েন না
দুঃখের সঙ্গী আপনি আপনা।
এইযে দেখেন আমি
দুঃখের সঙ্গে ঘর বাঁধি,
তবু আমি দুঃখী না।
দুঃখ নিয়েন না বস, দুঃখ নিয়েন না
দুঃখের সঙ্গী আপনি আপনা।
যে বা যারা গিয়েছে চলে
থাকুক তারা তাদেরেই দলে,
আপনি চোখের জল ফেলে
মায়া বাড়িয়েন না,
অন্ধকারে কায়া ছায়ারে চিনে না
বুকে ব্যথা জমিয়ে দুঃখ নিয়েন না
দুঃখের সঙ্গী আপনি আপনা।
যদি কেউ না থাকে পাশে
তাতে কার কি যায় আসে?
একাই পথ হাঁটেন, পাবেন ঠিকানা।
আশা কইরেন না বস, আশা কইরেন না
না পাওয়াই পাওয়ার সাধনা।
জগত জুড়ে সবাই সুখ নিতে আসে
কেউ কি আর ভুল করে দুঃখ ভালোবাসে?
দুঃখ নিয়েন না বস, দুঃখ নিয়েন না
দুঃখের সঙ্গী আপনি আপনা।