আমি কবি, তুমি ছবি
তুমি ফুল, আমি ভুল
তুমি চুম্বক, আমি লোহা
তুমি নদী, আমি সাগর
অথচ আমার কবিতা তুমি পড়ো না
আমার ভুলগুলো তুমি ক্ষমা করো না।


তোমার ভালোবাসা পেতে আসক্ত হই
লোহা যেভাবে চুম্বকে হয়,
তুমি আমাকে তোমার করো না।
সাগরের মতো হৃদয় রেখেছি
যেখানে তুমি ভালোবাসা পাবে,
অথচ তুমি বুঝো না আমার ভালোবাসার গভীরতা।


তোমার ছবি বুকে আঁকি
তোমার জন্য ফুলের চাষ করি,
আমার হাত থেকে তুমি ফুল নেও না।
না পেলাম তোমার নদীতে মিশতে
না পেলাম তোমার চুমুতে ঘেষতে
প্রেমিক হলাম, তুমি আমার প্রেমিকা হলে না।