ঘুরবো আমি খাবো আমি
যাবো বন্ধুদের বাড়ি
সুখ দুঃখ ভাগ করে নিবো
হয়ে আমার আমারি
ইদ বলে কথা রে
ইদ বলে কথা,
নতুন কাপড় পরবো
পরবো আরো কত কী
বন্ধুদের রঙে সাজাবো মন
ইদেরই দিন ইদেরই দিন।
চাঁদ যেমন হাসে রে
দিয়ে আঁধার রাতে আলো
তেমনি করে ইদের দিন
থাকুক সবার মন ভালো,
কে গরীব কে ধনী
তা দেখবো না
তা দেখোনা
বুকে বুক মিলিয়ে
হয়ে যাও আপনা।
দূর হোক হৃদয়ের কালো
কাটুক ইদ সবার ভালো
ইদ বলে কথা রে
ইদ বলে কথা।