ঘরে যদি লাগতো আগুন
মন আমার পুড়তো না
নেভায় দিতো আগুন আমার
সরকারি জলে,
তুই আমায় সরকারি পাইয়া
তরকারির মতো করলি রান্না
খাইলি ঠিকই
পোড়া গন্ধ দেখলি না।
পুড়ে উড়ে যা-ই থাকে
তা-ই হয় ছাঁই
এ ছাঁই আমার পরিচয়
আমারে আমি এখন পুড়াই,
তুই উড়িস
আমি পুড়ি
দ্বিগুণ হয় আগুন বাতাসে
তোর ডানা যাবে ভেঙে
মহা এক ভুলে।