তোমার চরণধুলি নিয়ে হৃদয় করিবো পরিস্কার
ভিক্ষা দাও হে দয়াল মুর্শিদ চরণধুলি তোমার।
ষড়রিপু দমন করিয়া তোমার কাছে নাও
তোমার চরণধুলি আমায় ভিক্ষা দাও।
ষড়রিপুর বেড়াজালে বন্দি এই মানব দেহ
ভিক্ষা দাও হে দয়াল মুর্শিদ তোমার চরণধুলি গো।
মোর নয়নে মাখিবো তোমার চরণধুলি
মোর নয়নজলে ধুইবো তোমার রাঙা দুচরণখানি,
তবেই ভরিবে অধমের প্রাণ
চরণধুলি দাও হে ভিক্ষা ওগো দয়াল মুর্শিদ মহান।
তোমার চরণধুলি অমূল্য সম্পদ অধমের জীবনে
ঐ রাঙা দুচরণের গোলাম হইতে কত পাপী কাঁদে ভুবনে।
দাও হে ভিক্ষা দয়াল মুর্শিদ চরণধুলি তোমার
অপরিস্কার হৃদয় পরিস্কার করিবো আমার।
তোমার চরণধুলি অমূল্য সম্পদ অধমের জীবনে
ঐ রাঙা দুচরণের গোলাম হইতে কত পাপী কাঁদে ভুবনে।