আমরা মানুষ নিজ স্বার্থের জন্য
অনেক কিছুই করতে পারি!
এমনই মনে হয় আজ বুঝি।
বন্ধু সেজে কাছে এসে
মধুময় বন্ধুত্বের কথা বলে।
মিষ্টিময় প্রেমের গল্প শুনিয়ে কাছে আসা,
মনে হয় তার নিজের বলতে কিছুই থাকেনা
যেন তার সব আমি নিজেই।
বাহ্! কি সন্দুর অভিনয়।
যখন তার স্বার্থ ফুরিয়ে গেলো,
ধীরে ধীরে পরির্বতন হতে লাগলো সে!
তখন যেন আমি তার কাছে অভিশাপ।
আসলে প্রয়োজনে মানুষ প্রিয়জন হয়!
খুব সহজেই আমরা মানুষকে বন্ধু মনে করি।
আমিও তেমন প্রথমে বুঝতে পারিনি-
তোমার অভিনয়! তুমি ভালো থেকো,
আমার শুরুতে তুমিই বন্ধু ছিলে
শেষেতেও তুমিই আছো,
আমার বন্ধু হয়ে তুমিই রবে
আমার হৃদয় ঘরে চিরকাল।