আয় বন্ধুরা আয় ইশকুলেতে যাই
ইশকুলেতে গিয়ে বিদ্যা শেখবো তাই।
হৃদয়েতে বিদ্যা আমরা করবো ধারণ
বাবা মা হবে খুশি খেলাধুলাতে নেই বারণ।
ইশকুলেতে যাই আমরা ইশকুলেতে যাই
কী পড়ে জ্ঞানী হওয়া যায় জানতে তাই।
কীভাবে সূর্যের মতো জ্বলে ওঠা যায়
কীভাবে চাঁদের মতো আলো দেয়া যায়
ইশকুলেতে গিয়ে তাই শেখবো ভাই।
আয় বন্ধুরা আয় ইশকুলেতে যাই
ইশকুলেতে গিয়ে সোনার মানুষ হবো ভাই।
হৃদয়েতে বিদ্যা আমরা করবো ধারণ
বাবা মা হবে খুশি খেলাধুলাতে নেই বারণ।