সুখ আসিয়া মিনতি করে ধরিয়া তাহার চরণ
যাহার নাইগো চাওয়া পাওয়া দুঃখের হয়গো মরণ,
ধ্যানেতে জ্ঞানেতে হাসিয়া বাঁচে নাইগো তাহার ব্যথা
যাহার নাইগো চাওয়া পাওয়ার বিন্দু পরিমাণ কথা,
দুঃখি হয়গো সে ছাড়েনা তাহার পিছ
অল্পতে যে রয়না খুশি খুঁজিয়া চায় আরো ইস্!
দুঃখির দুঃখি হয়গো সে হয়গো অভাগা
পাইয়াও যে করেনা চাষ আপনা,
মরীচিকার পিছু ছুটিয়া মানবকুল করে শেষ
হাওয়ার পাখি উড়িয়া যায় করিয়া নিরুদ্দেশ!