মালিক তুমি রহম করো হে পরওয়ার
লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার।
দয়াল তুমি দয়ার সাগর আমি ভিখারি
দয়া করে দিও ভিক্ষা তোমার নূরের চরণখানি,
পেলে ধন্য হবে অধম তোমার চরণধুলি।
মালিক তুমি রহম করো হে পরওয়ার
লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার।
লোভ যেন থাকে দয়াল তোমার প্রতি
হতে চাই না আমি দুনিয়ার মতি,
যে মতি নিয়ে যাবে অন্ধকারে আমায়।
পেলে ধন্য হবে অধম তোমার চরণধুলি
দয়া করে দিও ভিক্ষা তোমার নূরের চরণখানি,
দয়াল তুমি দয়ার সাগর আমি ভিখারি।
মালিক তুমি রহম করো হে পরওয়ার
লোভ লালসায় ধ্বংস হচ্ছে চরিত্র আমার।