ও মুসলিম ভাই,
আকাশে চাঁদ হাসে হৃদয় আনন্দে ভাসে
হাসছে ধনী যাচ্ছে হাটে
প্রিয় বস্তু কিনতে মাঠে
ইদ এসেছে কোরবানির ইদ এসেছে।
ও মুসলিম ভাই,
ইব্রাহিম নবি বলেন ইসমাইল
স্বপ্নে দেখেছি পুত্র তোমায় জবেহ করছি,
শুনে কথা বলে হে পিতা,
মাওলা যা আদেশ করেছে তা আপনি করুন
আমাকে পাবেন ধৈর্যশীল,
পাবেন ধৈর্যশীল।
দুজনেই যখন অনুগত
নোয়াইলো মাথা ইসমাইল
কাত করে শোয়াইয়া দিলো পিতা ইব্রাহিম,
মাওলা হইলো খুশি, স্মরণীয় হইলো দিন।
ও মুসলিম ভাই,
কোনো ব্যক্তির নামে নহে
ব্যক্তির পক্ষথেকে মাওলার নামে,
পশু মরণে মাওলারও চরণে
দিতে হবে কোরবানি আনন্দে আনন্দে।
ও মুসলিম ভাই,
মনের পশুকে করিয়া কোরবানি
মাওলার প্রেমে রঙিন হও তুমি,
অসৎ উপার্জনে নহে কোরবানি
মাওলা হবেন খুশি
সৎ উপার্জনে দিলে তুমি।
ও মুসলিম ভাই,
কেউ করিবে ত্যাগ, কেউ ভরিবে ব্যাগ।
ভুলিয়া গরিব-ধনীর ভেদাভেদ
সকলে হও এক
ইদেরও আনন্দে মনেরও আনন্দে।