যেখানে না চাইতে আমি অনেক কিছইু পাই,
সে আমার এমন এক বেহেস্ত
খোদার বেহেস্তেও এত সুখ নাই।
যেখানে মাথা রেখে পাই সব সুখ
ঘুচে দেয় মনের যত দুখ।
সে আমার বেহেস্ত,
আমার সব খবর তাঁর জানা
আমি মিথ্যে বললেও সে বলে না।
আমার ভালো চায়
আমার কষ্ট সহ্য করতে পারে না,
আমি অসুস্থ হলে
সে ব্যস্ত হয়ে ওঠে আমার সেবায়,
খোদার দরবারে করে র্প্রাথণা।
সে আমার বেহেস্ত,
এমন এক বেহেস্ত
সে আমার র্গভধারণিী মা।