বছর ঘুরে আসে
ঈদুল আযহা
ইদ জামাত আদায় করে
মুসলিম ঈদগাহ।
দিতে কুরবানি
প্রিয় বস্তু খানি,
কিনে ধনী মানি।
ভাগাভাগি শেষে চলে বিতরণ,
কারো আবার লোক দেখানো
থাকে মূল কারণ।
কারো সৎ, কারো অসৎ
পথে উপার্জন!
সেই টাকা দিয়ে চায়
পাইতে প্রভুর মন।
প্রভুকে করতে খুশি
নবি ঘটালেন কি রচনা!
ইতিহাস জানে সকলে
মানে কজনা?
অনেকে সাজে
ইদেরও রঙে- মনেরও রঙে,
কেউ হাসে কেউ কাঁদে
ভাই এইদিনে ইদেরও দিনে।
বছর ঘুরে আসে
ঈদুল আযহা
ইদ জামাত আদায় করে
মুসলিম ঈদগাহ।