কর্ম করে খাও তুমি
ধর্ম তো বেচো না,
যে কর্মই করো তুমি
বলতে ক্যান লজ্জা পাও মনা?
সৎ পথে কর্ম করলে
বলতে ক্যান লজ্জা তবে,
কর্ম করে খাও তুমি
ধর্ম তো বেচো না।
তাদের নাই কোনো ধর্ম
যাদের নাই সৎ কর্ম,
কর্মই ভাই ধর্মের মূল ধর্ম।
সঠিক পথে গায়ের রক্ত
হয় যদি ভাই পানি
তোমার চোখের জল
সব থেকে দামি,
সেই দামি চোখের জল
ফেলো না ভাই অর্নগল।
তুমিই সত্য ভাই, সৎ মানুষ
ধর্ম তো বেচো না,
কর্ম করে খাও তুমি
বলতে ক্যান লজ্জা পাও মনা?
সৎ পথে গায়ের রক্ত
হয় যদি ভাই পানি
তুমি সবার থেকে দামি।