রাত যত গভীর হয়, ততই তোমাকে দেখার বাসনা জাগে।
তুমি এমন এক নেশা, পাশে থাকলে তুমি—
দুনিয়ার সকল নেশাই তুচ্ছ মনে হয়।
জানো ভালোবাসা ছাড়া মানবের কিছুই নেই,
অথচ মানবে তাহাকে ছাড়িয়া ছুটে দানবের পিছু!
আমি খুব লজ্জিত হই, আমার এই রূপ নিয়ে সেদিন—
তোমার সামনে কিভাবে দাঁড়াই?
ভোরের রবি সাক্ষী, সাক্ষী রাতের গভীরতা, যদি আরও—
কিছু থাকে, তারও দিলাম সাক্ষী দিয়ে ঘেরা।
তুমি আত্মায় মিশে দেখো, তোমার এশকে কতটা অসহায় সে।