ও আমি কি করতে আইয়া ভবে
কি করিলাম
মায়াতে মজে মায়ার ঘরে রইলাম
এই হাতেরে শোনাই ধর্মের বাণী
এই হাতেই করি আবার চুরি ছ্যাচড়ামি
ও আমার মুখে যা বুকে তা
নাহি রাখিলাম
মানুষ তারে কয়
যার মুখের জবান বুকের ঈমান
মজবুত রয়
ও আমার ঈমান আমান মুখের জবান
বেইচা খাইলাম
আসলাম ভালো বাসতে কাহারে
আমি দিলাম মন কারে আহারে
আমার আলোর ঘর অন্ধকারে
সবই হারাইলাম