তোমার শহরে প্রায় আসি, তোমার ঠিকানা অজানা।
জানার খুব ইচ্ছে, সে ঠিকানায় চিঠি পাঠাতাম।
তুমি কয় কেজি সুখে সুখী মানুষ আজ—
নাকি তুমি দুখের চাদর বুকে মেখে, মুখে মিথ্যে হাসি!
শহরটা খুব ছোট হয়তো একদিন দেখা হবে,
তোমার পুড়বে চোখ আর আমার পুড়ছে বুক।
জানো, সেদিন কত কথা হবে চোখে
বোবা মুখ অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে,
বুক তোমার কাছে ডাকবে শুধু আমাকে, কিন্তু আমি নেই
সেদিন দুজনেই দু-পথে কাছে থেকেও অনেক দূরে।