অপলক দৃষ্টিতে তুমি চেয়ে আছো
মনে হচ্ছে কোনো এক জন্মের পরিচিত আমরা,
হয়তো সে জন্মে তুমি চেয়ে ছিলে আমাকে
আজ তাই মনে হয় দেখে তোমাকে।
তুমি চেয়ে আছো, আমি দেখে ভাবছি
বেদনার রং আসলেই কি নীল!
আমার বুকে বইছে যুগযুগান্তরের শোক
তোমাকে না পাওয়ার রোগ।
এ জন্মেও আমাদের কত ব্যবধান,
আমি বাস-হেলপার আর তুমি যাত্রী।
ভালোবাসার মানুষকে ভাগ্যে পাওয়া
হয়তো যুগযুগান্তরের সাধনা।
কতযুগ সাধনা করলে পাবো তোমাকে,
চেয়ে যাচ্ছি জনম জনম এবাদতে।