ইশ্বরকে পাইনি মসজিদ মন্দির গির্জায়।
মানুষের মাঝে পেয়েছি, আমি মানুষ ভালোবেসে যাই।
কখনো আমি পথশিশু, কখনো আমি অসহায়,
কখনো আমার জন্ম হয়েছে ধনীর ঘর-খানায়।
মরে গিয়ে আমি বারবার ফিরে এসেছি এই মানুষের মাঝে।
আমি ধনীর ঘরে যখন ছিলাম দেখেছিলাম তখন
কিভাবে ধনী আহার অপচয় করে, আমি পথশিশু যখন ছিলাম
জাত-ধর্ম ভুলে পঁচা-বাসি খাবার খেয়ে বেঁচে ছিলাম।
শুনেছি ‘পশুর ঘরে পশুর জন্ম হয়, মানুষের ঘরে মানুষ নয়
মানুষকে নাকি মানুষ হতে হয়।
আমি মানুষ হতে মানুষের মাঝে আসি, মানুষ ভালোবাসি।
মানুষ করে নিন্দা মানুষ করে হিংসা, পাই লজ্জা ব্যথায় কাঁদি।
সব অহংকার হবে একদিন ধ্বংস, আযান বিহীন নামাজের মধ্য দিয়ে গো,
কিভাবে আমি বাঁচি! বিশ্বাস করো হে মানব জাতি,
ইশ্বরকে পাইনি আমি মসজিদ মন্দির গির্জায়।
মানুষের মাঝে পেয়েছি, আমি মানুষ ভালোবাসি।