আমার ভেতরে আমি নেই আছো শুধু তুমি
তোমার নামে লিখে দিয়েছি আমাকে আমি,
তুমি যদি কেটে টুকরো টুকরো করো আমার এই দেহ
টুকরো গুলোর মাঝে খুঁজে পাবে তোমার অস্তিত্ব।
কষ্টে আছি আমি এটা মিথ্যে কথা
তুমি কষ্টে থাকলে আমি কষ্টে থাকি পাই ব্যথা।
নিঃশ্বাস বিহীন মানুষ মৃত্যু লাশ
তুমি বিহীন আমি জিন্দা লাশ।
তোমাকে ভালোবাসায় হয় যদি অপরাধ
তোমার বিবেকের আদালতে ফাঁসি দিও আমায়,
নেই প্রয়োজন এই জীবন যদি না পাই তোমায়।
শত দোষ বুকে নিয়ে বিদায় নেবো আমি
আমার মরণকালে চোখে জল এনো না তুমি,
ভালোবাসার কাঙাল আমি পেতে তোমার ভালোবাসা
পরের জন্মে আবার আসবো তোমার কাছে দরদিয়া।
তোমার পথে আছি আমি তোমার পথে রবো
যত জনম পাবো তত জনম তোমার পথে থাকবো।
বৃথা মানবজনম আমার যদি না পাই তোমায়
তোমার বিবেকের আদালতে ফাঁসি দিও আমায়।
আমার ভেতরে আমি নেই আছো শুধু তুমি
তোমার নামে লিখে দিয়েছি আমাকে আমি,
তুমি যদি কেটে টুকরো টুকরো করো আমার এই দেহ
টুকরো গুলোর মাঝে খুঁজে পাবে তোমার অস্তিত্ব।
ভালোবাসার কাঙাল আমি পেতে তোমার ভালোবাসা
পরের জন্মে আবার আসবো তোমার কাছে দরদিয়া।