তোমার মতো দয়াল মুর্শিদ পাপীর জীবনে
এসেছিলো বলেই আঁধারে আলোর খোঁজ পেয়েছি,
নয়তো এই মানব জনম হারিয়ে যেতো
চাঁদ যেমন হারিয়ে যায় মেঘের আড়ালে,
সত্যিই আমি হারিয়ে যেতাম
যেমন ভাবে ঝরে যায় গাছের পাতা,
তোমার মতো দয়াল মুর্শিদ পাপীর জীবনে
এসেছিলো বলেই আঁধারে আলোর খোঁজ পেয়েছি।
সত্যিই আমি ভাগ্যবান
তোমার জন্য পেয়েছি বেঁচে থাকার প্রাণ।
দয়াল মুর্শিদ তোমার নূরের কদম ধরে
হারিয়ে যেতে চাই আমি অনেক দূরে,
যে পথের শেষ নেই যে সাগরের সীমানা নেই
দয়া করে নূরের কদম ভিক্ষা দিও আমায়
হারিয়ে যেতে চাই নূর কদমের ধুলিকণা হয়ে
ভালোবাসি তোমায়।
তুমি এসেছিলে বলেই পেয়েছি বেঁচে থাকার প্রাণ
ভয়ে থাকি ছেড়ে যেওনা আমায় মহান।
দয়াল মুর্শিদ তোমার নূরের কদম ধরে
হারিয়ে যেতে চাই আমি অনেক দূরে,
তোমার নূরের হাত মোবারক ছুঁয়ে দিও
আমার মরণকালে।
আমি পাপী তোমার দয়া ছাড়া বাঁচবো না,
তোমার মতো দয়াল মুর্শিদ পাপীর জীবনে
এসেছিলো বলেই আঁধারে আলোর খোঁজ পেয়েছি।