জ্বলতে জ্বলতে নিভে যাই আমি
নিভে গিয়ে আবার জ্বলে উঠি
তোমাকে পাবার আশায়,
আমি মরণের পথে হেঁটে গিয়েছি মরণের ঘরে
মরণকে সাথে নিয়ে এসেছি তোমার তরে।
তোমাকে পাবার আশায়
জ্বলতে জ্বলতে নিভে যাই আমি
মরণের পথে হেঁটে যাই আমি মরণের ঘরে,
আমারে আমি পুড়িয়ে করি ছাঁই
তোমাকে পাবার আশায়।
আমার মরণ হয় তোমার ঘরে
আমার জন্ম হয় তোমার তরে,
আমি মরে গিয়ে আবার ফিরি
তোমাকে পাবার আশায়।
তোমার দৃষ্টির সীমানা যায় যতদূর
আমার ঠিকানা পাবে নই আমি ততদূর,
তোমাকে তুমি পাবে আমার হৃদয় ঘরে
মরণকে সাথে নিয়ে এসেছি তোমার তরে।
জ্বলতে জ্বলতে নিভে যাই
আমি মরণের পথে হেঁটে যাই,
তোমাকে পাবার আশায়
শুধুই তোমাকে পাবার আশায়।