আইলাম আর গেলাম
দয়াল তোমারে না পাইলাম,
তোমারে না চিনলাম
দয়াল তোমারে না পাইলাম।
পানি বিনে বৃক্ষ কাঁদে
না পাইয়া পাশে
ঝরা পাতা ঝইরা যায়
আপন কর্ম দোষে,
তোমারে না চিনলাম
দয়াল তোমারে না পাইলাম।
ওগো বাবা সূফী সম্রাট
তোমার নূরের কদম ধরি,
পার কইরা দাও
অধমের ভাঙা তরী,
তোমারে না চিনলাম
দয়াল তোমারে না পাইলাম।
অধমের মৃত্যু দয়াল
কইরো তুমি বরণ,
দিয়া দেখা তোমার
নূরের রূপ দর্শন,
তোমারে না চিনলাম
দয়াল তোমারে না পাইলাম।