দুঃখ সুখের খেলা চলে
মাটির পিঞ্জিরার ভেতরে,
দেইখা আইলাম আমি
সবাই কাঁদে গোপনে।
এই পিঞ্জিরাতে বৃষ্টি
এই পিঞ্জিরাতে খড়া,
এই পিঞ্জিরার লাগি
মানুষ পাগল পারা।
কেহ কাঁদে সুখের লাগি
কেহ কাঁদে সুখে রাখার লাগি,
আবার কেহ পাগল
সুখ ছুঁইতে, ধরে জীবন বাজি।
মন, এই সুখের লাগি
কত ভালোবাসাবাসি,
সুখের দেখা তুমি পেয়েছ কী?
দেইখা আইলাম আমি
সবাই কাঁদে গোপনে,
দুঃখ সুখের খেলা চলে
মাটির পিঞ্জিরার ভেতরে।