আচ্ছা জীবনটাই কী এমন জন্ম থেকেই কাঁদছি
সুদিনের আশায় কেঁদে যাচ্ছি জন্ম থেকে।
এই ছোট্ট একটা জীবনে কতো গল্প, কতো কবিতা,
কতো গান, কতো কথা, কতো ব্যথা,
একদিন তাও ঝরে যাবে বৃষ্টির মতো হয়তোবা।
জীবনে অনেক কিছুই আছে, জীবন তবু শূন্যে ভাসে,
আচ্ছা জীবনটাই কী এমন জন্ম থেকেই কাঁদছি।
কোথায় হারিয়ে গিয়েছে জীবন
কেউ কী তার দেখা পেয়েছে?
সুখ করতে করতে মন একদিন হারিয়ে যাবে
আর ফিরে আসা হবে না, এই জীবনের কাছে।
প্রত্যেক মানুষই দুঃখী,
হাসির আড়ালে দুঃখ লুকিয়ে বলে আমি সুখী।
মানুষ সুখ পাখি পুষে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে,
একদিন সে পাখি উড়ে যায়,
তখন মানুষ বিরহে ছটফট করে।
ফুল শুধু সুভাস দেয় না কাঁটার আঘাতও দেয়,
ভালোবাসা শুধু সুখ আনন্দ দেয় না, দুঃখ বেদনাও উপহার দেয়।
মানুষের জীবন এক একটা ইতিহাস, কারোটা প্রকাশিত
কারোটা অপ্রকাশিত থেকে যায়।
যে পাখি একদিন পালিয়ে যায় কাঁদিয়ে দু’আখি
আমরা তবু তার পানে চেয়ে থাকি।
আচ্ছা জীবনটাই কী এমন মরীচিকার পিছে ছুটাছুটি।
এই ছোট্ট একটা জীবনে কতো গল্প, কতো কবিতা,
কতো গান, কতো কথা, কতো ব্যথা।