জন্ম নিয়েছ মানুষ হতে
পশু হতে নয়,
পশুর মতো কর্ম তোমার
আজ কেনো হয়।
তুমি নাকি শ্রেষ্ঠ
তবে কেনো চরিত্র নিকৃষ্ট!
পশুর মতো কর্ম তোমার
আজ কেনো হয়।
জাত-ধর্ম নিয়ে বিবাদ ঘটাও
মানুষ হয়ে মানুষ মারো,
মানব কুলে জন্ম তোমার
পশুর মতো কর্ম।
মানুষগুলোকে দেখে অবাক হই
কারে আমি মানুষ কই!
জন্ম নিয়েছি মানব কুলে
মৃত্যু যেন হয় প্রভু মানুষ হয়ে।
জন্ম নিয়েছি মানুষ হতে
পশু হতে নই,
জন্ম নিয়েছি মানব কুলে
মানুষই যেন হই।