আকাশে বাঁকা চাঁদ উঠেছে
ঘরে ঘরে আনন্দের বাহার বসেছে
ইদ এসেছে ইদ এসেছে,
আজ খুশিতে মন নাচবে
মেহেদি রঙে হাত সাজবে
ইদ এসেছে ইদ এসেছে।
ধনী দিলে গরিব পায়
নয়তো গরিব নীরবে কাঁদে হায়,
ধনী খায়
গরিব খায় না,
ইদ আনন্দ ইদ বেদনা।
ইদ মানে শুধু আনন্দ নয়
কিছু মানুষের জন্য বেদনাময়,
তবে সেই বেদনার হবে অবসান
যদি কমে গরিব ধনীর ব্যবধান।
গরিব ধনী সবাই নাকি ভাই ভাই
এসো বুকে বুক মিলাই সবে,
তবেই তো ইদের প্রকৃত আনন্দ
সবার মাঝে রবে,
সবার মাঝেই রবে।