মূর্খের বেড়েছে আদর জ্ঞানীর নাই কদর
শিক্ষার নামে অশিক্ষা জাতি করছে হৃদয়ে ধারণ,
ছোটরা আচার আচরণ গিলে
বড়দের শ্রদ্ধা সম্মান দিতে আজ গেছে তারা ভুলে,
ভাবতে গেলেই ঘেন্না লাগে,
ছোটদের স্নেহ ভালোবাসা দিতে আজ বড়রাও গেছে ভুলে
দোষ কী তবে বংশে? ভালো নেই অংশে।
অযোগ্যরা যোগ্য সেজে বসে আছে যোগ্য চেয়ারে
যোগ্য মানুষ পথে ঘুরে!
ভাবতে গেলেই ঘেন্না লাগে,
শিক্ষার নামে অশিক্ষা জাতি করছে হৃদয়ে ধারণ,
অর্থ আর স্বার্থের কাছে মানুষগুলো হয়ে যাচ্ছে আজ অন্ধ,
ভাবতে গেলেই ঘেন্না লাগে,
আমি ভুল মানুষের দলে।
মূর্খের বেড়েছে আদর জ্ঞানীর নাই কদর
শিক্ষার নামে অশিক্ষা জাতি করছে হৃদয়ে ধারণ,
দোষ কী তবে বংশে? ভালো নেই অংশে।