তোমার প্রেমিকা নৃত্য জানে
তোমাকে নৃত্য করে দেখাচ্ছে সে,
তুমি প্রেমিক ধন্য।
তোমার প্রেমিকা গান জানে
তোমাকে গান গেয়ে শোনাচ্ছে সে,
তুমি প্রেমিক ধন্য।
তোমার প্রেমিকা আর্ট জানে
তার রংতুলিতে তোমায় এঁকেছে,
তুমি প্রেমিক ধন্য।
তোমার প্রেমিকা ভালো রান্না জানে
এবং সে তোমার জন্য রান্না করেছে,
তুমি প্রেমিক ধন্য।
তোমার প্রেমিকা কবিতা লিখেছে
এবং তার কবিতা তোমার জন্য
তোমাকে আবৃত্তি করে শোনায় সে,
তুমি প্রেমিক ধন্য।
হে প্রেমিক, তুমি আর যাই করো
অমন প্রেমিকাকে ঠকিও না,
একবিংশ শতাব্দীর যুগে
এমন প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার।