রোজা রেখে মনকে করো তুমি সোজা
আপন ঘরে প্রভুর চরণে দাও তুমি পূজা।
কুরআন পড়ো করো কায়েম সালাত
ধন্য হবে জীবন, যদি ক্ষমা করে মহান।
নিজের স্বার্থের জন্য অন্যের ফাটাও মাথা
জীবনভর তুমি বললে মিথ্যে কথা,
লাভ হবে না ওহে মুসলমান
যদি ঠিক না থাকে তোমার ঈমান।
রোজা রেখে যদি মন না হয় সোজা
হৃদয়ের কালিমা যদি না হয় দূর
বুঝবে না তুমি আযানের সুর,
ঐ সুরে দেখেছি আমি হযরতের পথ
সেজদা দিয়ে দ্যাখো তুমি নূরে মোহাম্মদ।
ওহে মুসলমান শক্ত করো তোমার ঈমান
ধন্য হবে জীবন, যদি ক্ষমা করে মহান।
সুন্দর চরিত্র হৃদয়ে করতে হবে ধারণ
রোজার হাকিকত বুঝবে তুমি, ধন্য জীবন
ওহে মুসলমান শক্ত করো তোমার ঈমান।
রোজা রেখে মনকে করো তুমি সোজা
আপন ঘরে প্রভুর চরণে দাও তুমি পূজা।