তুমি রক্তের রঙ চিনো না
জল চিনবে কেমনে,
রক্তের রঙ কি শুধু লালই হয়
বোকা মেয়ে!
তার অনেক রঙ আছে
চোখের জলে নিজেকে ঢাকে,
কষ্ট পেয়ে নষ্ট হওয়ার—
গল্প আছে,
না পাওয়ার দুঃখে হাসে
বোকা মেয়ে!
নয়নের জলই তো রক্ত
দেখেছ কি কখনো নয়নে?
নয়নে তাকিয়ে দেখো,
তার কত দুঃখ
বোকা মেয়ে!