সেদিন প্রিয় রাস্তায় তোমাকে দেখে
চোখের জল মুছেছি মুখ ফিরিয়ে অন্য দিকে,
বাড়ি ফিরে ভাতের থালা হাতে নিয়ে
ভাত খেতে পারি নাই তোমাকে ভেবে।
তুমি বুঝো না প্রিয় তুমি বুঝো না
না পাওয়ার যন্ত্রণা,
যেদিন প্রিয়, প্রিয় মানুষ যাবে হারিয়ে
সেদিন বুঝবে প্রিয় হারানোর যন্ত্রণা।
প্রার্থনা করি, আমি করি প্রার্থনা
আমার মতো তোমার চোখে-
যেন জল ঝরে না, এ শুধু যন্ত্রণা।