যেদিন আর বাজবে না বাঁশির সুর
ভুলে যেও প্রিয়
ভুলে যেও ভুলে যেও
স্মৃতি গুলো
অতীত বড় বেদনাদায়ক
কাঁদাবে তোমাকে
যেমন আমি কেঁদেছি
তোমাকে না পেয়ে
ভুলে যেও ভুলে যেও
তুমি আমাকে
মনে এলে হেসে গিয়ে
যেও আমায় ভুলে
যদি ভুলে আসে চোখ জল
পরিও চোখে তুমি প্রিয়
সুখের কাজল
ঠোঁটে দিও তোমার বরের
কেনা সে রং
খোঁপায় দিও, দিও প্রিয়
কেনা সে ফুল
তবুও প্রিয় করিও না আর
করিও না সে ভুল
যে ভুলে হারিয়েছে আমার দুকূল
বাসি ভালো দূর হতে
আজও আমি
তাই তো তুমি হয়ে আছো আমার মনের রাণী
যেদিন আর বাজবে না বাঁশির সুর
ভুলে যেও প্রিয়
ভুলে যেও ভুলে যেও
স্মৃতি গুলো