আমি ভেবে না পাই উপায়
তুমি বিনে মোর তরী ডুইবা যায়,
আমি ছিলাম মাওলার কাছে
মাওলা ভালোবেসে পাঠায় মায়ের কোলে
হেসে খেলে কেটে গেলো আমার কত বেলা।
আমি ভেবে না পাই উপায়
তুমি বিনে মোর তরী ডুইবা যায়,
নিঃশ্বাস দিলা, বিশ্বাস দিলা, দিলা ভালোবাসা
কারে ভালো বাসবো বলে
মন কারে ভালো বাসলা?
আমি ভেবে না পাই উপায়
তুমি বিনে মোর তরী ডুইবা যায়,
দয়াল তুমি দয়ার সাগর আমি গুনাহগার
পাপীকে চিরকাল রাখিও চরণে তোমার।
শুনেছি মহিমা বড়
আমায় তুমি উদ্ধার করো
ডুবছি পাপের নদীতে,
হে পরওয়ার আমি গুনাহগার
দয়াল তুমি দয়ার সাগর ক্ষমা করো আমায়।
আমি ভেবে না পাই উপায়
তুমি বিনে মোর তরী ডুইবা যায়,
দয়াল তুমি বিনে মোর আর কেহ নাই
ক্ষমা করো আমায়,
ডুবছি পাপের নদীতে আমি বড়ই অসহায়।