সেলিব্রিটির নেশায় আসক্ত যুবসমাজ সই
গাধায় ভরে গেছে দেশ, গাধাদের কথা কই।
অধম আমি হতে পারি সেলিব্রিটি নই,
পায়ে পরি চামড়ার জুতো নয়শো পঞ্চাশ টাকা সই।
হতে টিকটক সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি,
কত কিছুই করে দেখি।
এ বড় না, ও বড়, জনপ্রিয়তার জন্য
কমেন্টে পাড়া দিয়ে করে ঝগড়া! নাই মান্যগণ্য।
না বোঝে লাইক আর শেয়ার
রাস্তাঘাটে পিটানো খায় ভাইবেরাদার।
কথা নিয়ে খেলা করি, মানুষ নিয়ে নয়।
মানুষ হতে পৃথিবীতে এসেছি, সেলিব্রিটি অনেকেই হয়।
সেলিব্রিটির অর্থ কি জানিস নাকি সই?
অধম আমি হতে পারি সেলিব্রিটি নই।
পিতা মাতার স্বপ্ন সন্তান মানুষের মতো মানুষ হবে,
মনুষ্যত্ব যদি যায় হারিয়ে সেলিব্রিটি দিয়ে কি হবে?
জনসংখ্যা বাড়ছে ঠিকই মানুষ বাড়ছে না,
সেলিব্রিটি হচ্ছে সবাই মানুষ হচ্ছে না।
গাধায় ভরে গেছে দেশ, গাধাদের কথা কই
পায়ে পরি চামড়ার জুতো নয়শো পঞ্চাশ টাকা সই।