নিঃসঙ্গতা আমাকে কবি করে তুললো,
আমি কল্পনায় ডুব দিয়ে লিখলাম
অসংখ্য প্রেমের কবিতা।
পুরুষ সে কবিতা তার প্রিয় নারীকে উপহার দিয়ে
হয়ে উঠলো প্রেমিক,
অথচ আমি প্রেম পেলাম না
ভালোবাসার মানুষ পেলাম না।
আমি এঁকে গেছি ছন্দের রংতুলিতে
বহু কাব্যের ছবি,
তবু একটা ঘর হলো না আমার
যে ঘরে একটা প্রিয় মানুষ থাকে
যাকে জীবনসঙ্গী বলে ডাকে।
আমি লিখে গেলাম সারাটা জীবন
পাওয়া না পাওয়ার কবিতা,
আর সয়ে গেলাম হাজারো ব্যথা।