করিমের মা রহিমারে কইল রহিমার স্বামী
শোন করিমের মা
বিজয়ের আনন্দ এহন নাইগা।
ক্যান গো করিমের বাপ?
আনন্দ আইলে মানুষে কতকিছু করে
কেউ ভালো মন্দ ঘরে রান্ধে
বিজয়ের কাপড় পইরা শহর ঘুরে,
আর আমাগো ঘরে না আছে খাবার
না আছে শহর ঘুরার স্বাদ
আমরা খালি শুইনা যাই বিজয় আইছে
কিন্তু তাহারে নয়নে আজও আজও
দেহিই নাই!
তুই কি দেখছস?
হ দেখছিগো করিমের বাপ
এইযে বিজয় আইছে দে’হ না
কেমন কইরা আইছে
ঘুম থেইকা উইঠাই দেহি আইছে আইছে
-কি আইছে?
অভাব, খুদা, পিছুটান,
আর আইছে অশান্তি
এইটাই বুঝি বিজয়
বিজয় অর্জন করা কি ছিল তবে অপরাধ?