মনের ভেতর ময়লা রেখে
তাকাইলে আকাশের দিকে
তাতে কি হয় মন পরিস্কার,
গায়ের ময়লা ধুইতে যেমন লাগে সাবান
তেমন কইরা গুরুর প্রয়োজন।
গুরু দিবে করে তোমার আত্মা পরিস্কার
থাকবে না আর হৃদয়ে একবিন্দু ময়লা তোমার,
করো সে গুরুর সন্ধান
খুলে যাক জ্ঞান নয়ন তোমার
দেখো ধ্যানে বসে পবিত্র সে আত্মাখান
যারে পেলে তুমি মহান।