গোবরে ফোটা আমি এক পদ্মফুল।
দশবছর বয়স থেকে মানুষের লাথি উষ্ঠা খেয়ে বড় হওয়া,
কম আর বেশি দুচোখে দেখেছি কত ছবি
আমি আজও অবুঝ শিশু।
আমি এখনও দেখছি, শিখছি, শেখার শেষ নেই
জানতে হবে, মানতে হবে, বাঁচার জন্য, লড়ার জন্য।
এটা রঙিন শহর, শহরে রঙিন মানুষের বসবাস
মুখোশে মুখোশে চেনা মুখ অচেনা, অজানা সবকিছু।
কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো আকাশ, কখনো বাতাস
কখনো জমি, কখনো বৃক্ষ, কখনো হিংস্র প্রাণী
তাই আমার ভয়, আমি ভয় পাই এই রঙিন শহরকে।