ভাগ্য বিহীন ভাগ্যে কী কেউ জুটে?
কারো ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি,
কেউ আমাকে ভালোবাসেনি।
বন্ধু পেয়েছি, পেয়েছি স্বজন
প্রিয় মানুষ পাইনি।
ভাগ্য বিহীন ভাগ্যে কী কেউ জুটে?
বন্ধুরা এসে বৃক্ষের পাতা ছিড়ে—
বক্ষ ক্ষতবিক্ষত করে চলে গেছে,
স্বজনরা অতিথি পাখির মতো এসে—
প্রয়োজন শেষে উড়ে চলে গেছে,
কেউ আর আমার খবর নেয়নি।
কারো ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি,
কেউ আমাকে ভালোবাসেনি।
ভাগ্যে যদি লেখাই থাকে দুঃখী হওয়ার,
সুখ দিতে পারবে কী কেউ আর!
সুখের ভাগ্য না থাকিলে ভাগ্যে কী সুখ জুটে?
কারো ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি,
কেউ আমাকে ভালোবাসেনি।