সত্তর হাজার বছর
আগুনে রাখিয়া মাওলা পরওয়ার,
নফসকে জিজ্ঞাসা করিলো
প্রভু কে তোমার?
উত্তরে বলিলো,
তুমিই তুমি আর আমিই আমি।
এই কথা শুনে
মাওলা অভিমান করে,
সত্তর হাজার বছর নফসকে
রাখলো অনাহারে।
অতঃপর নফস দুর্বল হয়ে বলে,
তুমি আমার প্রভু
আমি তোমার দাস।
ওহে মুসলিম
বছর ঘুরে এলো
সেই আত্মশুদ্ধির মাস,
মাহে রমজান
পবিত্র মাহে রমজান।
নফসের সাথে করিয়া যুদ্ধ
হতে হয় শুদ্ধ
আত্মশুদ্ধি হলে তুমি শুদ্ধ হবে,
তোমার দ্বারা তখন
সমাজে শান্তি আসিবে।
কাঙ্গাল মেরে জাঙ্গাল দিওনা,
রোজার হাকিকত পূর্ণ হবে না।
রোজা পালনে মিলে মাওলার দর্শন,
সুন্দর চরিত্র করিলে অর্জন।