জ্বলতে গিয়ে ঝরে পড়ে মানুষ তারাটি!
জমিতে বসে গাইছে কন্ঠে ব্যথার গান দেখি।
মানুষকে আমি পাখি হতে দেখিনি
দেখেছি উড়ে যেতে,
লুকাতে দেখিনি
দেখেছি হারিয়ে যেতে।
সে মানুষটি জ্বলার কথা আমার সাথে
থাকার কথা একই আকাশে,
এখন সে উড়ে চলে অন্যের বাতাসে
পৃথিবীর আরেক নাম না পাওয়ার হাহাকার,
আমি তো হলাম না প্রিয়ের আর।
ঐ আকাশের বুকে দেখি জ্বলছে চাঁদ,
তার বুকে দুঃখ হায়! নির্ঘুমে কাটে রাত।