আম গাছেতে আম ধরে না ধরে এখন জাম
নিজের কাছে নিজে বন্ধু অচেনা রইলাম,
কাঁঠাল গাছেতে কাঁঠাল ধরে না ধরে এখন কলা
পাঠ্যপুস্তক পড়লে তুমি মানুষ হইলে না।
তোমার বন্ধু নিজের একটা পরিচয় আছে এই সমাজে
তৈরি করতে পেরেছ কী নাকি ডুবে আছো আঁধারে?
মনে থাকা যত ধাঁধা ভেঙে ফেলো আজ
জড়িয়ে থাকা পায়ের শিকল খোলে ফেলো আজ,
যুদ্ধ করে মুক্ত করো তুমি তোমাকে
আম গাছেতে আম হবে জাম গাছেতে জাম, লক্ষ্য যেন তাই থাকে।
সাড়ে তিন হাত দেহ তোমার
ষড়রিপুর হাত থেকে মুক্ত করো,
মানুষ হয়ে মানুষের জন্য লড়ো।
তুমিই পারবে রোপণ করতে
আম গাছেতে আম জাম গাছেতে জাম।
মানুষ হয়ে মানুষের জন্য লড়ো
পৃথিবী মানুষের হোক।
পাঠ্যপুস্তক পড়লেই মানুষ হওয়া যায় না
পরিবারের শিক্ষাই বড়ো শিক্ষা, তা করো হৃদয়ে ধারণ।
মানুষ হয়ে মানুষের সাথে ভালো আচরণ করো
মানুষ হয়ে মানুষের জন্য ভালো কিছু করো,
মানুষ হয়ে মানুষের জন্য লড়ো।