তোর আদর আমি কি করে ভুলি
তুই যে আমার চাঁদ দিদিমণি।
ছোট থেকে বড় হয়েছি
আমি তোর কোলে,
তোর আদরে যেতাম-
আমি দুঃখ কষ্ট ভুলে।
মা যখন ছেড়ে যায় এই পৃথিবী
ছায়া দিয়ে রেখেছিলি তুই,
তুই আমার চাঁদ দিদিমণি।
বাবা যখন ব্যস্ত থাকতো ব্যস্ত জীবনে
স্বস্তি পেয়েছি আমি, মাথা রেখে তোর বুকে।
চাঁদ দিদিমণি তুই গেলি পরের ঘরে চলে-
আমায় একা করে,
বাবাও চলে গেলো ভুবন ছেড়ে।
ত্রিভুবনে আমি আজ বড়ই একা রে!
দিদিমণি আজ তোর আদর-
কোথাও পাই না খুঁজে।
তোর আদর আমি কি করে ভুলি
তুই যে আমার চাঁদ দিদিমণি।