ধনী করে ধনের খোঁজ
গরীব বাঁচায় সম্মান।
অসহায় মানুষ চায় আশ্রয়
পথ শিশু চায় আহার।
কুকুর পথে ঘেউ ঘেউ করে
বেড়াল করে ম্যাউ।
সবাই সবকিছু খোঁজে
কজনে মানুষ হয়েছে?
নারীকে যে বেশ্যা বলো
সে কারো না কারো মা কিংবা বোন,
নারী তো বেশ্যা নয়
সে আমার আপনজন।
ধর্ষক খোঁজে নারী
নারী খোঁজে মানুষ।
লেজ ছাড়া কুকুরগুলো
আছে মানুষের পোশাক পরে
ঘুরে এই শহরে।
মানুষের বড্ড প্রয়োজন
মানুষ হও মন।
নারী খোঁজে মানুষ।
ধর্ষকের নেই কোনো বয়স
নেই কোনো ধর্ম।
মানুষ হও মন
মানুষের বড্ড প্রয়োজন।