আমি পান করেছি প্রেমের সুধা
বিসর্জন দিয়ে কামের ক্ষুধা,
পুড়িয়েছি মানব দেহরে
মন মন্দিরে তোমার পূজা করে।
আমি মসজিদ ঘরে সেজদা দেই না
মন্দিরেতে আমি যাই না
গির্জায় গিয়ে প্রার্থণা করার প্রয়োজন মনে করি না,
সবখানেতেই তুমি থাকো
ডাকার মতো ডাকলে তোমারে, তুমি আমারে তোমাতে রাখো।
মানব ধর্মই বড় ধর্ম,
ধর্ম বানিয়েছে মানুষ
মানুষ ছাড়া এই জগতে ধর্ম বলতে কিছুই নাই
মানুষ ভালোবাসি তাই।
হায়! ফতুয়া দেয় ভণ্ডের দলে
ডাকে আমায় নাস্তিক বলে,
আমি জাত-ধর্মের ভেদাভেদ ভুলে
মানবতার গান গাই।
মুসলিম মরলে হয় মাটি
হিন্দু মরলে ছাঁই,
মানব ধর্মই বড় ধর্ম
এছাড়া মানবের কিছুই নাই।
আমি পান করেছি প্রেমের সুধা
বিসর্জন দিয়ে কামের ক্ষুধা,
পুড়িয়েছি মানব দেহরে
মন মন্দিরে তোমার পূজা করে।