বুকের ভেতর চেপে রাখো
সকল কথা
বুকের ভেতর চেপে রাখো
সকল ব্যথা।
মন তুমি মন
মরার আগে মৃত্যু করো তুমি গ্রহণ
এই জন্মে চিনে নাও নিজের রঙ
মন তুমি মন
মরার আগে মৃত্যু করো তুমি গ্রহণ।
মন তুমি কিসের জন্য কাঁদো
কিসের জন্য এতো ভাবো
মিছে এই সব আয়োজন,
মরীচিকার পিছে ছুটে দুঃখ তোমার কারণ।
মন তুমি মন
বুকের ভেতর চেপে রাখো
সকল ব্যথা।
মন তুমি মন
মরার আগে মৃত্যু করো তুমি গ্রহণ।
পৃথিবীতে কেউ ভালো নেই
সবাই ভালো থাকার করে অভিনয়।
মন তুমি মন
এই জন্মে মানুষ না হলে
মানুষ হবে কখন!