তুমি আপনকে করো পর
পরকে করো আপন,
তুমি বন্ধু তুমি স্বজন
তুমি মধু তুমি জাদু তুমি সাধু
তুমি মাতা তুমি পিতা
তুমিই সব,
টাকা রে ভাই টাকা।
তোমার গন্ধ
জ্ঞানীকে করে অন্ধ,
টাকা রে ভাই টাকা
বলো তুমি কত কথা
দাও তুমি প্রাণে ব্যথা।
তোমার গন্ধে মনের আনন্দে
মৃত লাশ নাচে ছন্দে।
টাকা রে ভাই টাকা
তুমি ঈশ্বর, তুমি ভগবান
নাকি তুমি পাপের জন্মদাতা।
টাকা রে ভাই টাকা
তুমি বন্ধু তুমি স্বজন
তুমিই নাকি রব?
তোমার যে কারিশমা
মানুষকে করে অমানুষ
বানিয়ে তোমার সখা।
ওভাই টাকা
তোমার জন্য মিছে আয়োজন।
তুমি আপনকে করো পর
পরকে করো আপন,
বানিয়ে তোমার সখা।