মাকে ফোন দিয়ে বললাম আজ বাসায় যাবো না রাতে, বন্ধুর বাসায় থাকবো।
মা বললেন তুমি বাসায় না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, যেদিকে তাকাই শূন্য দেখতে পাই।
মাকে বললাম হইছে বাদ দেও, কেউ কারো না, সবাই একা একাই থাকতে হয়।
মা রাগ করে ফোন কেটে দিলো, তাকে ফোনে পাচ্ছি না।
পরদিন সকালে মায়ের ফোন তুমি কোথায়, তুমি কি অফিসে গিয়েছো? নাস্তা খেয়েছো?
মাকে বললাম হ্যাঁ আমি এখন ডিউটিতে চলে এসেছি নাস্তাও করেছি।
মা বললেন আচ্ছা তাহলে ভালো থাকো, সাবধানে থেকো।
মাকে বললাম মা মা তুমি কি গতরাতে আমার উপর রাগ করছো?
মা বললেন না রাগ করিনি কিন্তু কষ্ট পেয়েছি,
তুমি যা বলছো সত্য। কেউ কারো না, সবাই একা তবে মায়ের কাছে সন্তান সবসময়ই মূল্যবান সম্পদ।
মাকে বললাম তুমি কি কান্না করছো?
মা বললেন কান্না করবো না তুমি গতরাতে কতবড় একটা কথা বললে।
আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি যা-ই করো না কখনো খারাপ সঙ্গ বা খারাপ কাজে লিপ্ত হবে না,
তোমার প্রতি এই বিশ্বাস আমার আছে। তুমি ঘরে না ফেরা পর্যন্ত আমি শূন্যে ভাসি বাপ।
মা এই কথাটুকু বলেই ফোন কেটে দিলেন, মা খুব অভিমান করে আছেন।
আমি যাচ্ছি আজ বাসায় আর মায়ের জন্যে তার পছন্দের আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম সাথে তার পছন্দের রুটি হানিকম্ব রুটি কিনে নিয়ে যাচ্ছি।
মেয়ের রাগ ভাঙাতে ছেলে ছুটে যাচ্ছে বাড়ি, মেয়েটার রাগ যদি কমে দয়া করে।